হঠাৎ-ই তারা আমার দৃষ্টির সামনে এসে হাজির, না আমি তাদের সামনে এসে হাজির হয়েছিলাম। দেখলাম, ভাল করে দেখলাম তাদের মধ্যে আন্তরিকতার কোনো অভাব নেই এবং শখ করে একটা ছবি উঠাতে গেলাম , হয়তো তাদের রোমান্টিক মুহূর্তে বাধা দিচ্ছিলাম তাই আমাকে শেষ অবধি তাড়া করল.....😊
Tags:
Beautiful Moment